নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হলো ১ কিলোমিটার রাস্তা

0
802
news

রাজু আহমেদ, সিংড়া: নাটোরের সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়ন পরিষদের অর্থায়নে কালিনগর গ্রামবাসির জন্য নির্মিত হলো ১ কিলোমিটার রাস্তা। করোনাভাইরাস মোকাবিলার পাশাপাশি গ্রামবাসির জন্য রাস্তাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনুর সহযোগিতায় নির্মান কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে গ্রামবাসি।

স্থানীয়রা জানায়, চলনবিলে অগ্রিম বন্যার আগ্রাসি প্রভাবে ক্ষতির আশংকা রোধ, শুস্ক মৌসুমে ইরিবোরো ধান সহজে ঘরে তোলার জন্য কালিনগর ভাটো পাড়ায় রাজ্জাকের বরফ মিল হতে মাঠ অভিমুখী ১ কি.মি. নতুন রাস্তার কার্যকরী ভূমিকা রাখবে। রাস্তাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মান করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাস্তার কাজ পরিদর্শন করেন, ৪নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু। এ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, গ্রামবাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় রাস্তাটি ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগতভাবে সহযোগিতা করে নির্মান করা হয়েছে।

নাটোর জেনারেল হাসপাতাল

Advertisement
উৎসMahabub Khandakar
পূর্ববর্তী নিবন্ধনাটোরের যাত্রীদের জন্য সুখবর, যাত্রা শুরু রুপসা এক্সপ্রেস ট্রেনের
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা, চাচাতো ভাই আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে