নাটোরের ২০০১ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের খাবার সামগ্রী বিতরন

0
671
সিংড়া

রাজু আহমেদ, নাটোরকন্ঠ:

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অর্থের জোগান দিয়ে করোনার কারণে সৃষ্ট সংকট সময়ে নাটোর জেলার ১০০টি হত-দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে যৎসামান্য খাবার সামগ্রী (৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, হাফ কেজি বুটের ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ ও ২টি সাবান) বিতরণ করেছে।

তাদের এ কাজে অন্যান্য স্কুলের কিছু শিক্ষার্থী এবং সমাজের সদয় ও দয়ালু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য যে, বিতরণের সময় জনসমাগম এড়াতে তারা পুর্ব-নির্ধারিত তালিকার মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নিজেদের প্রতিনিধি নিয়োগ করে দরিদ্রদের মাঝে স্বহস্তে খাবার তুলে দেয়। ইতিমধ্যে নিকট ভবিষ্যতে পুনরায় গরীব পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাচের সকল বন্ধু সহমত পোষণ করেছে। তাদের স্লোগান হল “ গড়ি আপন হাতে, রইব মোরা একসাথে”।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদ্বারগুলো সব বন্ধ রেখো -কবি মৌ সাহা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে রোববার থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে