নাটোরে আইসসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে.ফ.তা.র

0
117
আইস

নাটোর কন্ঠ : নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকার ৭০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম’এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক ব্যবসায়ী সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) এবং একই উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২) কে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

একটি বিশ্বস্ত সূত্র বলছে, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় আইস,ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।

নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, “নাটোরে দ্বিতীয় বারের মতো ক্রিস্টাল মেথ আইস নামে ক্রেজি মাদক ধরা পরলো। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর স্টেশনে ৪টি ট্রেন আটকা : ৩ ঘন্টা দুর্ভোগে যাত্রিরা
পরবর্তী নিবন্ধবরিশালে কালিবাড়ি রোডে শহীদ মিনারের নকশাকারের নাম বিকৃতির অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে