নাটোরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান

0
692
Natore-Adivasi-

স্টাফরিপোর্টার, নাটোরকন্ঠ
সমতলে আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০অর্থ বছরে নাটোর সদর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার অডিটোরিয়াম চত্তরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এসব উপবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল সাবিক বাকী, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৩৭৭ জন শিক্ষা উপবৃত্তি, ১৯১জনকে শিক্ষা উপকরণ, ১০০জন স্বাস্থ্য উপকরণ এবং ৩০জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

ডাঃ আবুল হোসেন চক্ষু হাসপাতাল

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে কিশোরী কাজের মেয়েকে শ্লীলতাহানী করলো আওয়ামী লীগ নেতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে