নাটোরে করোনার সংক্রমন ঠেকাতে মাস্ক বিতরণ ও সচেতনমুলক সভা

0
286

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : করোনা ভাইরাসে দেশের সংক্রমিত ৩১জেলার মধ্যে উত্তরের জেলা নাটোরের স্থান ২৯তম। স্বাস্থ্যবিধি না মানা এবং শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত না হওয়ার কারনে দ্রুতই সংক্রমিত ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। গত পাঁচ দিনের ব্যবধানের আক্রান্তের পাশাপাশি অধ্যক্ষ সহ ব্যাংক কর্মকর্তা মৃত্যু হওয়ার কারনে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।

এজন্য সংক্রমন হার বৃদ্ধি ঠেকাতে শতভাগ মাস্ক পরিধানের ওপর জোর দিয়েছে নাটোর জেলা ও পুলিশ প্রশাসন। সকালে শহরের কানাইখালি এলাকায় জেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে মাস্ক বিতরণ এবং সচেতনমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি সহ অন্যন্যরা।

পরে নাটোর শহরের পথচারী, বিভিন্ন যানবাহন চালক ,যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন প্রশাসন। এছাড়া শতভাগ মাস্ক নিশ্চিত করতে বিপনীবিতানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে করোনা সচেতনতায় উপজেলা প্রশাসনের প্রচার অভিযান
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে মেয়রের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে