নাটোরে করোনা জয়ী ১৪ পুলিশ সদস্য প্লাজমা দিতে গেলেন ঢাকায়

0
241

নাটোর কণ্ঠ: নাটোরের করোনা জয়ী সম্মুখ যুদ্ধ ১৪ জন পুলিশ সদস্য প্লাজমা প্রদান করার জন্য নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদেরকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান। উল্লেখ্য, প্লাজমা থেরাপির জন্য করোনা রোগীদের প্রচুর পরিমাণে প্লাজমা প্রয়োজন। সে লক্ষ্যে নাটোরের করোনা জয়ী পুলিশ সদস্যরা নিজেদের প্লাজমা প্রদান করবার জন্য ঢাকায় গেলেন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা পুলিশের ফেসবুক পেজ এ বলা হয়েছে. –

” প্লাজমা দেয়ার জন্য CPH-এ নাটোরের ১৪ জন করোনা জয়ী বীর পুলিশ সদস্য

অদ্য ২৭-০৯-২০২০ খ্রি. জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর মহোদয়ের নির্দেশনায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (CPH), রাজারবাগ, ঢাকায় প্লাজমা দেয়ার জন্য নাটোর পুলিশ লাইন্স থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ১৪ জন করোনা জয়ী বীর পুলিশ সদস্যকে প্রেরণ করা হয় ।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পর্যটন দিবস ও আমাদের নাটোর, প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতদূর!
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে আজও যুদ্ধ করছেন ইউনুস আলী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে