নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
215

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা, নাটোর কণ্ঠ:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যয় নাটোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একমাত্র সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংগঠনটির নাটোর জেলা কমিটির আয়োজনে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রমানাথ মাহাতো, নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া, সহ-সভাপতি বিমল লোহার, সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, অনুপ রায়সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। এসময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষায় শিক্ষাদানসহ আদিবাসীদের উপর সকল ধরণের নির্যাতন, হত্যা, মামলা, ধর্ষণ, জবরদখল, উচ্ছেদ বন্ধের দাবি জানান। এসময় জাতীয় আদিবাসী পরিষদ কর্তৃক ৯দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা সুতি জাল দিয়ে মাছ শিকার,প্রশাসনের অভিযান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে