নাটোরে জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

0
276

নাটোরে জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

নাটোর কণ্ঠ: নাটোর সদর উপজেলার বিভিন্নস্থানে জীববৈচিত্র্য রক্ষা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতন মূলক লিফলেট বিতরণ করেছে একটি সংগঠন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দিঘাপতিয়া, ইসলাবাড়ি ও করোটা বাজার এলাকায় এ লীফলেট বিতরণ করা হয়।

জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র, নাটোর নামের এই সংগঠনটির সদস্যরা জানান, আসন্ন শীতে অতিথি পাখি শিকার না করা সহ জীববৈচিত্র ভারসাম্য বিষয়ে জনসচেতন মূলক প্রচারনা ও লিফলেট বিতরণ করছেন তারা। পাশাপাশি স্থানীয়দের সচেতন করবার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তারা আরো বলেন, আমাদের দেশীও পাখি, এছাড়া অতিথি পাখিরা আমাদের জন্য সম্পদ। তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের দেশীয় বিভিন্ন বন্যপ্রাণী নির্বিচারে শিকারের ফলে হারিয়ে যেতে বসেছে। আমরা ছোট ছোট ঝোপ ঝাড় জঙ্গল ধ্বংস করে ফেলছি। এর ফলে অনেক বন্য প্রাণী তাদের পরিবেশ হারাচ্ছে। আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদেরকে বন্যপ্রাণী পশুপাখি এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। সকল কিছুরই এই সমাজের প্রয়োজন রয়েছে। তাই আমরা সাধারন মানুষদের কে সচেতন করতে কাজ করে যাচ্ছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের শ্রীধরপুর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন রাস্তা মেরামতে গুরুদাসপুর মেয়রের উদ্যোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে