নাটোরে জেলাজুড়ে বেতন বৈষম্য নিরসনের দাবিতে  স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

0
259

বেতন বৈষম্য নিরসনের দাবিতে  স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নাটোর) প্রতিনিধি
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরের সকল উপজেলায়় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি শুরু করেছেন । বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেন। তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পযর্ন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। ‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের শাখার ব্যানারে তারা এ কর্মসূচী পালন করছে।নাটোরের সিংড়া, লালপুর ,গুরুদাসপুর, বড়াইগ্রাম সহ সকল উপজেলায় একযোগে কর্মসূচি পালিত হচ্ছে।

বাগাতিপাড়ায় এ কর্মসূচীতে এসোসিয়েশনের উপজেলা সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পরিদর্শক শাহনেওয়াজ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক মহব্বত হোসেন প্রমুখ নেতৃবৃন্ধ।

সকল উপজেলায় নেতৃবৃন্দ তাদের বক্তব্য  দাবি করে বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে তাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সালে ২ জানুয়ারি তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি হাম-রুবেলা ক্যাম্পইন বর্জন করলে স্বাস্থ্য মন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবি সমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। এরপরও তা বাস্তবায়ন হয়নি বলে বক্তারা দাবি করেন এবং দ্রুত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি
পরবর্তী নিবন্ধনাটোরের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী নিমাই তালুকদারের প্রয়াণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে