নাটোরে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট, সাবধান আইন মেনে চলুন

0
403
cort

নাটোরকন্ঠ: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের উদ্দেশ্যে জেলা প্রশাসন নাটোরের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। গতকাল নাটোর সদর ও নলডাঙ্গায় পরিচালিত দুইটি মোবাইল কোর্টে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ টি মামলায় ৫ জন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯,২০০/- টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১ জনকে ৪০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি খাবারের মান বজায় রাখার উদ্দেশ্যে আজ বড়াইগ্রামের বনপাড়া ও লক্ষীকোল বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারার ২ টি মামলায় ২ টি ফ্যাক্টরিকে মোট ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামের জোনাইল হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে