নাটোরে তৃতীয় লিঙ্গ ও হকারসহ বিভিন্ন পেশাজীবীদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

0
297

নাটোরকন্ঠ: নাটোরে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে অসহায়দের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ চত্তরে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। তৃতীয় লিঙ্গ ও সংবাদপত্রের হকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার একশত জন অসহায়ের মাঝে এ সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরকার অবহিত। তাদের সংকটে সব সময় সরকার পাশে থাকবে। জননেত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। তাই আজ নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে উপকারভোগীদের মাঝে ১০ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আলু, আধা কেজি ছোলা এবং একটি সাবান সহযোগে সহায়তার খাদ্য সামগ্রী প্যাকেট হস্তান্তর করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবগাতিপাড়ায় (বিএমডিএ) এর দুইটি পুকুর পুনঃখননের উদ্বোধন
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে অবরুদ্ধ স্কুল শিক্ষককে উদ্ধার করলেন ইউএনও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে