নাটোরে নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

0
128

নাটোর কন্ঠ : নিত্যপণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-

নাটোর জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শামীমা লাইজু নীলা, সাধারন সম্পাদক রইস উদ্দিন সরকার,সদস্য অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিনই নিত্যপণ্যের মুল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারন মানুষের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছে বাজারে যাওয়া। কিন্তু সরকার এবিষয়ে কোন পদক্ষেপই নিচ্ছেনা। সাধারন মানুষের কথা চিন্তাও করছেনা।

সরকার সঠিকভাবে বাজার মনিটরিং করলে আর এই সকল অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যাবস্থা করলে বাজারে নিত্যপণ্যের মুল্য কমে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধভালোবাসা বুঝিস -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে