নাটোরে পরিবহণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন : পক্ষে-বিপক্ষে সংবাদ সম্মেলন

0
363

নাটোর কন্ঠ : নাটোরে পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে বিপক্ষে আলাদা ভাবে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক নেতৃবৃন্দরা। একই দিন বিকালে বড় হড়িশপুর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

শনিবার দুপুরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের বন্ধে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কার্যক্রম অব্যাহত রাখায় আদালত অবমাননার অভিযোগ করেছেন, শ্রমিক নেতা মিঠুন আলী। স্থানীয় একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে সেখানে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, আদালতের নির্দেশ জারির পর সামাজিক গণমাধ্যম ফেসবুকে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে একটি বাড়িতে ভোটার কার্ড এবং পরিচয়পত্র তৈরি করার ভিডিও ভাইরাল হওয়ায় শংকিত হয়ে পড়েছেন তারা।

লিখিত বক্তব্যে পরিবহরণ শ্রমিক নেতা মিঠুন আলী বলেন, ‘৩০ জুলাই তফসিল ঘোষনার পর তিনি সভাপতি ও মানিক আলী সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তোলন করতে গেলে মনোনয়ন পত্র না দিয়ে তাদের লাঞ্চিত করে তাড়িয়ে দেওয়া হয়।

পরে তিনি নির্বাচন বন্ধের আবেদন জানিয়ে আদালতে আর্জি জানান। শুনানী শেষে আদালত নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের স্বশরীরে হাজির হয়ে জবাব দাখিলের আদেশ দেন। এছাড়া পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা দেন।

কিন্তু ওই আদেশকে উপক্ষো করে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ,খসরা ভোটার তালিকা প্রকাশ করা সহ প্রতীক বরাদ্দ করে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। মনোনয়ন উত্তেলনের সময় তাকে যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেখানে মোট ভোটার ছিল ৩,৭৯৩ জন। কিন্তু পরবর্তীতে আদালতে নির্বাচন কমিশন বলেছে ভোটার সংখ্যা ৬হাজার জন।’

অপরদিকে শনিবার বিকালে বড় হড়িশপুর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সামনে সংবাদ সম্মেলন করেছেন, নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধানর পদ পার্থী নান্নু শেখ, শফিকুল ইসলাম কালিয়াসহ অন্যরা। এসময় তারা বলেন-

‘আদালতের প্রতি তারা শ্রদ্ধাশীল। ১৪টি পদে মোট ৪৭জন সভাপতি ও সাধারন সম্পাদক অন্যান্য পদে তারা প্রতিদ্বদিতা করছেন। একটি মহল নির্বাচন বানচাল কলার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা শ্রমিক ইউনিয়নে ভোট না করে দীর্ঘ্য ১০ বছর জবর দখল করে রেখেছে।

শ্রমিকদের টাকা লুটপাট করেছে আজ সাধারন যারা শ্রমিক আছেন তারা সবাই নির্বাচনের পক্ষে। এসময় তারা নাটোরের পরিবেশকে শান্ত রেখে সুষ্ঠ এবং শান্তি পুর্ণ নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে শ্রমিক ইউনিয়নকে একটি শক্তিশালী এবং কার্য্যকর একটি সংগঠনে রুপান্তর করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।’

নির্বাচন কমিশনার সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু বলেন, ‘তিনি নির্বাচন বন্ধে ২১ আগষ্ট আদালতের নির্দেশনা পেয়েছেন। ওই নির্দেশনা পাওয়ার পর নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সংবাদ সম্মেলন যা অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

৩০ জুলাই তফসিল ঘোষনার পর নির্বাচনী কার্য়ক্রম অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ, খসরা ভোটার তালিকা টানানো, আপত্তি ও চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১৯ আগষ্ট প্রতীক বরাদ্দ, ৪৪৪৪ জনের ভোটার তালিকা চুড়ান্ত করা হয়। ২১ আগষ্ট আদালতের আদেশ পাওয়ার পর নির্বাচন স্থগিত করা হয়। আদালত পরবর্তী নির্দেশ যা দিবেন সেটিই করা হবে।’

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ আদালতের আদেশ তালিম করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের আদেশের বিষয়টি জানার পর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশিন। ৩ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে শীত মৌসুমে কুমড়ো বড়ি তৈরিতে ব্যাস্ত নারীরা
পরবর্তী নিবন্ধহাহাকার! – সালেহীন বিপ্লব এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে