নাটোরে পাখি শিকার বন্ধে প্রশাসনের উঠান বৈঠক

0
168

নাটোর কন্ঠ : নাটোরের গুরুদাসপুরে জীববৈচিত্র রক্ষায় পাখি শিকার বন্ধে উঠান বৈঠক করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে চলনবিল অধ্যুষিত এলাকা খুবজীপুর ইউনিয়নের ব্রামনবাড়িয়া বাজারে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে ওই উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন, গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, পরিবেশপ্রেমী ও বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ আরো অনেকে।

nATORE KANTHO

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, চলনবিলের জীববৈচিত্র রক্ষায় পাখি শিকার বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম উঠান বৈঠক। প্রতিটি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

তাছাড়াও উপজেলাব্যাপী চলছে মাইকিং ও ব্যপক প্রচার-প্রচারণা। জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন প্রতিদিন উপজেলার বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যেই শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় ৫ শতাধিক বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে এবং দুই শিকারীকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ইউপি মেম্বারের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোর জেলা পুলিশের রেটিং দাবালীগ সমাপ্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে