নাটোরে পাট নিয়ে ব্যস্ত সময় পার করছে নলডাঙ্গার কৃষক’রা

0
286
Jute

নাটোরকন্ঠ: বাংলাদেশের অন্যতম অর্থকরী ও বৈদেশিক মুদ্রা অর্জন কারী ফসল সোনালী আঁশ পাট। নাটোরের নলডাঙ্গায় পাট কাটা আশঁ ছাড়াতে ব্যস্ত এখন কৃষকরা।নলডাঙ্গা কৃষি প্রধান এলাকা হালতির বিল সহ বিভিন্ন উঁচু নিচু বিল রয়েছে, আগাম বন্যার পানি আসায় পরিপক্ব হওয়ার আগেই পাট কাটতে হচ্ছে কৃষকদের।

অনেক নিচু জায়গার পাট সহ অন্য ফসল তলিয়ে গেছে। করোনায় শ্রমিক সংকট না হলেও গুনতে হচ্ছে চরা মূল্য,জনপ্রতি ৪০০-৫০০ টাকা প্রতিদিন। আধুনিক নানা পদ্ধতি কৃষি কাজে যোগ হলেও পাট কাটা ও আশঁ ছাড়াতে এখনো ব্যবহার হচ্ছে সনাতন পদ্ধতি। বাঁশভাগের কৃষক আমজাদ হোসেন বলেন আগাম বন্যার জন্য অপরিপক্ক পাট কাটায় ফলন কম হচ্ছে, সেই সাথে শ্রমিক খরচ বেশি হওয়ায় লোকশানের শংকায় আছেন তারা।

আরেক কৃষক আঃ সোবহান বলেন বাজারে বর্তমানে ২০০০-২৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে পাট,এই বাজার স্থিতিশীল রাখতে পারলে লোকশান থেকে রক্ষা পাবেন তারা। এছাড়াও তাদের দাবি করোনাকালিন এবং দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা করে অতি তারাতারি প্রণোদনার আওতায় আনতে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নবজাতকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় অসহায় পরিবারের মাঝে সোলার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে