নাটোরে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত, পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত

0
239

নাটোর কণ্ঠ: পেঁয়াজের মূল্য বৃদ্ধি থাকাতে নাটোরে জেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত রয়েছে। আজও বিভিন্ন স্থানে চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, দেশব্যাপী পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রবণতার প্রেক্ষিতে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাদিম সারওয়ার আজ শহরের স্টেশন বাজারে পেঁয়াজের আড়ত পরিদর্শন করেন। এসময় তিনি পেঁয়াজ বাজারের মূল্য পরিস্থিতি ও মজুদ সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন এবং ব্যবসায়ীদেরকে অবৈধ মজুদ ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করার জন্য নির্দেশনা প্রদান করেন। ক্রেতা-বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানা যায় যে, প্রশাসনের অব্যাহত তদারকির ফলে পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

এসময় সাথে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জেলা মার্কেটিং অফিসার। একইসাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফ-উল-আরেফিন এর নেতৃত্বে স্টেশন বাজার, তেলকুপি হাট এবং ঠাকুর লক্ষীকোল এলাকায় পেঁয়াজের বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত ননদ-ভাবীকে বিষাক্ত সাপের ছোবল, ননদের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে