নাটোরে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও অবৈধ মজুদ বন্ধে জরুরী সভা প্রশাসনের

0
284

নাটোর কণ্ঠ:
পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখা ও অবৈধ মজুদ বন্ধে
জরুরী মতবিনিময় সভা করেছে নাটোর জেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই জরুরী সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এসময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, এনএসআই’র উপ পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর ইউএনও জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পেঁয়াজ ব্যবসায়ী

এসময় জেলা প্রশাসক জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী ৫/৬মাসের পেঁয়াজ মজুদ রয়েছে। তারপরও সরকার দ্রুত পেঁয়াজ আমদানী করার সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসক বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশিল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। তাছাড়া কোন ব্যবসায়ী অবৈধ ভাবে পেঁয়াজ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নাটোরের পেঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ে নাটোর কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। সময় ক্রেতা সাধারণরা আহ্বান জানিয়েছিলেন প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। সেই ধারাবাহিকতাতেই জেলা প্রশাসনের জরুরি বৈঠক বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ নেতা রঞ্জুর গণসংযোগ
পরবর্তী নিবন্ধসিংড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা তায়েজুল ইসলামের গণসংযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে