নাটোরে প্রকাশ্যে চলছে পাখি শিকার, পাখি শিকারিদের আটকের দাবি

0
454

নাটোর কণ্ঠ: ছবিতে প্রদর্শিত এই যুবক বন্দুক হাতে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছেন। শিকার করছেন নানা ধরনের পাখি। কেউ কিছু বললে দাম্ভিক উচ্চারণ দেখে নেওয়ার হুমকি। প্রভাবশালী এই যুবকের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। শুধু এই যুবকই নয়, অন্যান্য উপজেলাতেও চলছে চোরাগুপ্তা পাখি শিকার। আর শিকার করা এসব অতিথি পাখি জবাই করে মাংস গোপনে পৌঁছে দিচ্ছে ক্রেতাদের বাড়িতে বাড়িতে। এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি পাখি প্রেমিক ও স্থানীয়দের।

এদিকে নাটোর সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছোটখাটো স্টলের আড়ালে পাখির মাংসের চপ বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন আগে নাটোরের হালসা এলাকায় অভিযান চালিয়ে এমন একটি হোটেলের সন্ধান পেয়েছিলেন। তারপরে আর কোন অভিযান পরিচালনা করা হয়নি। তবে এখনো পাখির মাংস যারা পছন্দ করেন তাদের কাছে শোনা যায় আড়ালে আবডালে গোপনে এই সব দোকানে বহাল তবিয়তে বিক্রি হচ্ছে পাখির মাংস। তাই দ্রুত এ সমস্ত স্থানে প্রশাসনের অভিযান পরিচালনা করার দাবি সচেতন মহলের।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে