নাটোরে প্রতিবন্ধী শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্য-স্ত্রী -শ্যালকের বিরুদ্ধে

0
402

নাটোরে প্রতিবন্ধী শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্য-স্ত্রী -শ্যালকের বিরুদ্ধে

নাটোর কণ্ঠ: নাটোরের হরিশপুর এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে বেঁধে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক পুলিশ সদস্য ও তার স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে তারা বাড়িটি ঘেরাও করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে নাটোর শহরের চেয়ারম্যান পাড়া এলাকার কিছু ছেলে পেলে ক্রিকেট খেলছিল। খেলার একটি অবস্থায় ক্রিকেট বল টি চলে যায় ওই পুলিশ সদস্যের বাড়িতে। এসময় জাবেদ হোসেন নামে বাক্প্রতিবন্ধী শিশুটি বল আনতে গেলে বেঁধে নির্যাতন চালায় ওই পুলিশ সদস্যের পরিবার। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তারা একজোট হয়ে সাবেক পুলিশ সদস্য হাবিবুর রহমানের বাড়ি ঘিরে ফেলে। সেখানে হাবিবুর রহমান উপস্থিত হলে তাকেও করা হয় লাঞ্ছিত। তবে হাবিবুর রহমান দাবি করেছেন শিশুটিকে বেঁধে রাখা হলেও তাকে মারা হয়নি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর সড়ক বিভাগে রাতের আঁধারে ঘরে লাগলো টিন, সাংবাদিক প্রবেশ নিষেধ!
পরবর্তী নিবন্ধসিংড়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পরও সন্ধান মিলেনি প্রতিবন্ধী যুবকের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে