নাটোরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অব্যহত

0
213

নাটোরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অব্যহত

স্টাফ রিপোর্টার, নাটোর:
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন । ‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে আজও সকাল থেকে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অব্স্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেছেন।

তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পযর্ন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচীতে এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দরা।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর কেন্দ্রীয় (কাশিমপুর) মহাশ্মশানের নবনির্মিত কার্যালয় উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে