নাটোরে বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ : ভোক্তার অভিযান

0
102

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে আল আরাফা জেনারেল হাসপাতাল ও অনুভব হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

শনিবার দুপুরে উপজেলা বনপাড়া পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোর কার্যালয় সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এই অভিযান পরিচালনা করেন।

এসময় আল আরাফা জেনারেল হাসপালকে নয় হাজার টাকা ও অনুভব হাসপাতালে চার হাজার টাকা জরিমানা করেন।

মেহেদী হাসান তানভীর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই দুইটি হাসাপাতালে অভিযান পরিচালনা কালে ফার্মেসী থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।

এ সময় আল আরাফা জেনারেল হাসপালকে নয় হাজার টাকা ও অনুভব হাসপাতালে চার হাজার টাকা জরিমানা এবং প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।

তিনি আরো বলেন, এই মেয়াদোত্তীর্ণ ঔষধ জরুরী বিভাগের কোন প্রয়োগ করা হলে সাথে সাথে রুগি মারা যাবে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবার্ষিক নৌকা ভ্রমণ : বাউল গানের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনাটোরে চালককে হ.ত্যা : অটোরিক্সা ছি.ন.তা.ই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে