নাটোরে ভোক্তা অধিকার আইনে দুই দোকানে জরিমানা

0
347
news

মো. রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার : দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে নাটোরের বাগাতিপাড়ায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের মোবাইল টিম বাজার তদারকি মুলক অভিযান করেন।

অভিযানে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে উপজেলার তমালতলা বাজারের কামালের কাঁচামালের দোকানে এক হাজার ও মালঞ্চী বাজারের রাজিব ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক শামসুল আলম।

এসময় জেলা বাজার কর্মকর্তা নূর মোমেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি ও বাগাতিপাড়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম রোজ, বাগাতিপাড়া প্রেস ক্লাব সেক্রেটারি আনোয়ার হোসেন এবং বাগাতিপাড়া মডেল থানার এসআই তারেক সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমুখ ধুয়ে নিয়ো -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে দুই দোকানে জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে