নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

0
263

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোর কণ্ঠ: করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহরের নীচাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। যেসকল দোকানে নো মাস্ক নো সেল সাইনবোর্ড নেই এবং যে দোকানে সাইনবোর্ড থাকা সত্বেও নিয়ম না মেনে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল দোকানে সংক্রমণ আইনে ৫টি দোকানকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্য বিধি মানার জন্যে সতর্ক করে দেন। খাদ্য সামগ্রী পাটের বস্তায় সংরক্ষণ না করায় ৪ টি ভোগ্য পণ্যের দোকানকে জরিমানা করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে কদিম চিলান ইউপি চেয়ারম্যানের স্থায়ী বহিষ্কার ও ক্ষতি পূরণ দাবী
পরবর্তী নিবন্ধনাটোরে করোনা সংক্রমন ঠেকাতে দ্রুত পিসিআর ল্যাব স্থাপন জরুরী- অভিমত বিশিষ্টজনদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে