নাটোরে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন

0
550
Tree

নাটোরকন্ঠ: ‘মুজিবর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানে নাটোরে বৃক্ষরোপন কর্মসুটি পালন করেছে ছাত্রলীগ। রবিবার শহরের তেবাড়িয়া ও কাফুরিয়া এলাকায় মহাসড়কের পাশে ২০০ ফলদ ও বনজ গাছ রোপন করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন আজিজ।

এসময় ফরহাদ বিন আজিজ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্বাবধায়নে সারাদেশে তিনমাসব্যাপী ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ গাছ রোপন করা হয়। প্রথমদিনে ২০০টি গাছ রোপন করা হয়েছে। এই বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত থাকবে। বৃক্ষরোপন কার্যক্রমে ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা কমিটির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনাটোরে আজ ৬ জন করোনা আক্রান্ত, মোট-২৫০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে