নাটোরে লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ দুই কৃষকের মরদেহ উদ্ধার

0
245
Dead-Body

স্টাফরিপোর্টার:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ২ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিমের মরদহে ঈশ্বরদী সারাঘাট এলাকা থেকে একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে সাবের ওরফে পুকিনের লাশ কুষ্টিয়ার লালন সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,গতকাল উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করার পর আজ দুপুরে ঈশ্বরদী সারাঘাট ও কুষ্টিয়ার লালন সেতুর পাশে দুটি মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় নিহতদের স্বজনরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

উল্লেখ্য, ২১ জুন রবিবার বিকেলে লক্ষীপুর বালু ঘাট এলাকায় তীব্র স্রোত ঝড়ো হাওয়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চরের জমিতে চিনা বাদাম তুলে বাড়ি ফেরার পথে সেলিম ও সাবের ওরফে পুকিন নামে দুই কৃষক নিঁখোজ হয়। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযানে নামে মরদেহ উদ্ধার করতে না পেরে গতকাল বিকেলে উদ্ধার কাজ সমাপ্ত করে। অবশেষে আজ তাদের লাশ উদ্ধার করা হলো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধনাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে