নাটোরে সমকাল সুহৃদের স্টল ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের বই বিনিময় উৎসবে

0
235

নাটোর কন্ঠ : মহান ভাষা দিবস উপলক্ষ্যে নাটোরে ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ বই বিনিময় উৎসবের আয়োজন করে। সোমবার থেকে দুদিনের জন্য আয়োজিত এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার।

দিঘাপতিয়া এমকে কলেজ মাঠে ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ আয়োজিত বই বিনিময় উৎসবে সমকাল সুহৃদের একটি স্টল সকলের নজর কাড়ে। বিশেষ করে স্থানীয়ভাবে প্রকাশিত একটি অনলাইন প্রত্রিকার পুরাতন ২০২০ সালের ১৭ মার্চের প্রিন্ট কপি সবার দৃষ্টিতে পড়ে।

ওই প্রিন্ট কপি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ে নাটোর সফর নিয়ে বিভিন্ন প্রতিবেদন পাঠকদের আকৃষ্ট করে। বিশেষ করে “হৈমন্তী স্মরন করিয়ে দেয় বঙ্গবন্ধুকে”,“ নাটোরে বিটিভির পুর্নাঙ্গ সম্প্রচার কেন্দ্র চেয়েছিলেন বঙ্গবন্ধু” ,

সিংড়ার বিল তাজপুরে নেয়ে খেয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু” ,এমনই বেশ কিছু বঙ্গবন্ধুর স্মৃতি ঘেরা প্রতিবেদন প্রজম্মদের বেশী আকৃষ্ট করে। দু’দিনের এই বই বিনিময় উৎসবের মুল আকর্ষন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে।

নাচ-গানের পাশাপাশি শিশুদের আবৃত্তি,গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সমকাল সুহৃদদের পরিবেশীত নাচ ও গান দর্শকদের বিমোহিত করে। এই বই বিনিময় উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, নাটোর সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক.সদস্য সচিব প্রভাষক মাহবুব রহমান, সহসভাপতি প্রভাষক আশোক কুমার ভদ্র,

নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাহাদৎ হোসেন, সুহৃদ সাব্বির আহমেদ প্রান্ত,নাজমুল আহমেদ,আবৃতিকার নুর নবী ,সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ।

এই বই বিনিময়ের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটোর সমকাল সুহৃদ সমাবেশের সদস্য সচিব প্রভাষক মাহবুব রহমান, সুহৃদ জাকির হোসেন ও সৈরভ আলী। উৎসবের সার্বিক-

সহযোগীতায় ছিলেন সুহৃদ সাব্বির হোসেন প্রান্ত ও নাজমুল আহমেদ। সকাল থেকে বিকেল অবধি নানা বয়সী নারী-পুরুষ,তরুন-তরুনী,শিশু ও কিশোরদের উপস্থিতি উৎসবকে প্রানবন্ত করে তোলে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৮ ফার্মেসীকে জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরের আব্দুলপুরে ইঞ্জিন বিকল বাংলাবান্ধা ট্রেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে