নাটোরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাজবাড়ীতে আড্ডা :  ৪৯ শিক্ষার্থীকে আটক

0
108

নাটোর কন্ঠ : নাটোরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাণী ভবানী রাজবাড়ী চত্বরে আড্ডা দেওয়ায় ৪৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাণী ভবানীর রাজবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র নাটোরের এই রানী ভবানীর রাজবাড়ী। এর ভিতরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল।

বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে পুলিশ সুপারকে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম রাজবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভিতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে।

যার কারণে সাধারণ দর্শনার্থীরা এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এজন্য তারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়ীতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে তারা সেখানে অভিযান চালান।

অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের অভিভাবকদের ডেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসমস্যা-সংকটে সাধারণের পাশে ‘কেয়া আরহাম’
পরবর্তী নিবন্ধউপেক্ষিত আলোকবর্তিকা : সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলে (১৮৩১-১৮৯৭)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে