নাটোরে স্বপ্ল মাত্রায় ব্যাবসা প্রতিষ্ঠন খুললেও, খুলবে না জুয়েলারী দোকান

0
835
Shop

নাটোর কন্ঠ: রোবিবার সকাল থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বপ্ল মাত্রায় দোকান পাট মার্কেট খুললেও নাটোরে খুলবে না জুয়েলারী দোকান ও কারখানা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস ) ঢাকার কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রেক্ষিতে নাটোরের সকল জুয়েলারী শোরুম কারখানা ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ থাকিবে  বলে জানান এর নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়েলারী ব্যাবসায়ী জানান, এই স্বপ্ল সময়ে কাজ করে কর্মচারীদের তেমন একটা রোজগার হবে না। তাছাড়া করোনার এই সময়ে জুয়েলারী কারিগরদের সামাজিক যোগাযোগ বা দূরত্ত্ব বজায় রাখা সম্ভব হবে না। এতে করে করোনা আক্রান্তের ঝুকিতে পরতে পারে এর সাথে সংশ্লিষ্টরা। তাই দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মূল্য তালিকা না টাঙ্গানোয় ৪ ব্যাবসায়ীকে জরিমনা
পরবর্তী নিবন্ধএক মাসের বেতন দিয়ে অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন পুলিশ সার্জেন্ট রনি পোদ্দার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে