নাটোরে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা

0
172
নাটোরে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা

নাটোর কন্ঠ : নাটোরের শীতের প্রকোপ বেড়েছে। ফলে ফুটপাত, শপিংমল ও শীত বস্ত্রের দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। রাত ৮ টার মধ্যে বাজারের ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ করে দিচ্ছেন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়।

শীতের তীব্রতার ফলে পুরো জেলা ব্যাপী দৈনন্দিন ও স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়েছে। আগামীতে শীতের প্রকোপ আরো বাড়তে পারে বলে, অনেকেই আশংকা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা তেমনটা কমছেনা।

এদিকে তীব্র শীতে বেশি সমস্যায় পড়েছেন, ছিন্নমূল, শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতের কবলে অনেকেই ঘরের বাইরে বের হতে পারছেন না। এছাড়া সাত উপজেলার গ্রাম অঞ্চলে শীত নিবারণের চেষ্টায় বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকান, রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে নিম্ন আয়ের মানুষগুলোকে দেখা গেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বনপাড়ায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়
পরবর্তী নিবন্ধনাটোরে দরিদ্র মানুষের মাঝে এনটিভি‘র কম্বল বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে