নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ হালসা সাব ইউইনিটের খাদ্য সামগ্রী বিতরণ

0
737
Natore

নাটোরকন্ঠ:

নাটোরের হালসায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপে্র হালসা সাব ইউইনিট করোনায় কর্মহীন দরিদ্র মানুষদের মধ্যে থাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গ্রামের কয়েকটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৩ কেজি চাল, ১ কেজি আলু , হাফ কেজি ডাল, হাফ কেজি পিয়াজ, হাফ লিটার সোয়াবিন তেল, হাফ কোয়া মিস্টি কুমড়ো ও ১ পিস সাবান। এসময় নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপে্র স্বেচ্ছাসেবী সজল হাসান,কবিরুল ইসলাম,পলাস, অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপে্র প্রতিষ্ঠাতা উল্লাস জানান, নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ একটি বিনাস্বার্থের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সহযোগীতার জন্য রিজার্ভ ফান্ড নাই। সমাজের বিত্তবান সাদা মনের মানুষগুলো যারা আমাদের এই মানবতার কাফেলায় আছেন পদ্মার অন্তরালে। আমরা প্রাধান্য দিচ্ছি একজন অসহায় রক্তদাতা: যে কিনা একজন দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ হওয়া সত্বেও মানুষের প্রয়োজনে ছুটে আসে রক্তদানে। একজন অসহায় স্বেচ্ছাসেবী:যে কিনা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্বেও অভাব কে গোপন করে মিথ্যে হাঁসির অভিনয় করে আপনাদের জন্য ৩৬৫ দিন রক্ত সংস্থানে ব্যাস্ত থাকে। গুটিকয়েক শ্রেণীর অসহায় আছে আমাদের সেক্টরে যাদের জন্য কিছু করা তাগিদে আমরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধউত্তরা গণভবন শ্মশানের নীরবতা
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় সাপের শঙ্খের বিরল দৃশ্য!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে