নাটোর উত্তরা গণভবনের ঐতিহাসিক ঘড়িটি ভেঙ্গে গেছে

0
823
Ganavaban-

মাসুদ রানা,নাটোরকন্ঠ:
ঐতিহ্যবাহী নাটোরের উত্তরা গণভবনের ঘড়ির একটি আংশ ভেঙ্গে গেছে। ঘুর্ণিঝড় আমপানের আঘাতে এটি ভেঙ্গে দেলেও আজ তা সবার দৃষ্টিগোচর হয়। আজ শনিবার দুপুরে দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকায় বারোটার সময় ঘড়িটির ঘন্টা বেজে উঠলে আমাদের প্রতিবেদক লক্ষ করেন ঘড়ির একাংশ ভাঙ্গা।

এ বিষয়ে কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ঐদিন রাতে ঘড়িটির মাঝখানের সাদা আংশ ভেঙ্গে যায় । তবে ভাঙ্গা ঘড়িটির সচল রয়েছে, এবং সময়ও ঠিক মতো দিচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যেহেতু এটি প্রধামন্ত্রীর ২য় বাসভবন, তাছাড়া ঘড়িটির বিশেষ ঐতিহাসিক মূল্য রয়েছে তাই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহন করেছি। তবে এটি যেহেতু ঐতিহাসিক স্থাপনা এর জন্য বিশেষ বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি আমরা খুবই আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহন করছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদু’হাতে তুলে দিতে পারি- কবি শাহিনা খাতুন এর কবিতা
পরবর্তী নিবন্ধলালপুর ওয়ালিয়া ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে