নাটোর বাসীর উদ্দেশ্যে,সাবেক জেলা প্রশাসকের খোলা চিঠি

0
3605
Shaheena Ronju

প্রিয় নাটোরবাসী

আমি জানি আপনারা আমাকে আমার যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি ভালবাসেন। সে অধিকারে আপনাদের প্রতি অনুরোধ করছি প্রশাসনকে সহযোগিতা করুন। এ সময় সরকার প্রধান সহ সবাই মিলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। হয়তো কেউ বেশি করছে, কেউ কম করছে। এটাই স্বাভাবিক। এক পরিবারের কয়েকজন ভাইবোন থাকলে সবাই সমানভাবে দায়িত্বশীল হয়না। তবে বেশির ভাগ লোকজন দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা সরকারের দেওয়া অনুশাসন মেনে চলুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে যত্নশীল হউন। যদি কেউ মনে করেন তার করোনা উপসর্গ আছে তাহলে রাজশাহীতে টেস্ট ফ্যাসিলিটি হয়েছে, যোগাযোগ করে টেস্ট করুন। যদি পজেটিভ আসে ভয় না পেয়ে আইসোলেশনে চলে যান। মনে রাখবেন আপনার বেঁচে যাবার, সেরে উঠবার সম্ভাবনা বেশী। আর সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের সহায়তা করুন। মনে রাখবেন এটাই আমাদের যুদ্ধ। আমরা একে অপরকে কতটা ভালবাসি তা প্রমাণ দেওয়ার এখনই সময়। ধর্মীয়, জাতীয়, সামাজিক, আচার অনুষ্ঠান সব এখন বন্ধ রাখুন। এ দূর্যোগের অবসান হলে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের পুরানো সাধারণ জীবন ফিরে পাবো। এ সময় যদি কেউ ধর্মীয় বা অন্য কোন রকম বিভেদ তৈরি করতে চায় খোঁজ নিয়ে দেখবেন নিশ্চয়ই সে কোন লাভবান হওয়ার জন্য এটা করছে। বিপদের দিনে লাভবান হওয়ার জন্য অনেকে ওঁৎ পেতে থাকে। ধর্ম, বর্ণ,গোত্র,ধনী, দরিদ্র সবাই মিলে এ বৈশ্বিক দূর্যোগ মোকাবেলা করুন।
সকলে ভালো থাকুন।

আপনাদের প্রিয়
শাহিনা খাতুন
যুগ্মসচিব (প্রশাসন)
স্বাস্থ্য সেবা বিভাগ

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অযথা বাহিরে ঘোরা-ফেরা করায় শতাধিক মোটরসাইকেলে মামলা
পরবর্তী নিবন্ধসমাধি -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে