নান্টু ভায়ের প্রতি-দেবাশীষ সরকারের ছড়া

0
235
Debashish Sarker

নান্টু ভায়ের প্রতি-দেবাশীষ সরকার

আজ আমি বড় একা
এই যে সকাল বেলা
নেই তো আজ দাদা- কাকা
তাইতো এতো হেলা।
নেইকো টোস্ট নেইকো চা
নেইকো আলোচনা
তাই বুঝি আজ
ছড়ার রাজ্যে কলম চলে না।
রফিক ভায়ের ছড়ার মজা
শব্দের মার প্যাচে,
বৈশাখেরই তপ্ত তাজা
আম- কাসুন্দির ঝাঁজে।
চলছে মেলা চলছে খেলা
টাকার উড়া উড়ি
আমরা তো ভাই মদন মালা
লাভ যে পুরান গুড়ির।
হঠাৎ করেই দাদার ফোনে
দেনার কথা আসে
টেনশনে তাই ছড়া পালায়
কেউ তো নাই পাশে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধতুমি যাবে !- সুমনা আহম্মেদ
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে সামাজিক দূরত্ব বজায় না রেখে ইসলামী ব্যাংকের লেনদেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে