“না বলেই” ‘কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

0
609
www.natorekantho.com

“না বলেই”

কবি শাহিনা রঞ্জু

অবশেষে যার মুখপানে চাই
দেখি সেই দুঃখিত হয়ে আছে
সবাই ভাবে তার দুঃখ পাহাড় সমান
অথবা সাত সাগর সমান
যে যাই বলুক
পুতুলের গয়না হারিয়ে যাওয়া
বা প্রিয়জনের আনবাড়ী যাওয়া
কোন কিছুই কম নয়
শুধু সময়ের হেরফের
আহারে আমার মায়াবী সময়
ফুরিয়ে গেলে না বলেই

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অবিমিশ্র অনুভবের মিশ্র সংস্করণ” – কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ“নাটোরের ক্রীড়াঙ্গনের প্রাণপুরুষ প্রিয় মুকুল ভাই”-নাসীম উদ্দিন নাসীম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে