নিঃশেষে বিশ্বাস -ইসাহাক আলী‘এর কবিতা

0
171

নিঃশেষে বিশ্বাস

ইসাহাক আলী

কারো কারো জন্য প্রেম, ভালবাসা আর স্বপ্নের জাল বুনতে নেই
নিরন্তর জীবনের পথে নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দেয়াই
তাদের অবধারিত ভাগ্যগাঁধা…….
যা লিপিবদ্ধ হয়েছে অনাদীকাল আগে।
তাইতো এদের ভালবাসা মরীচিকা, স্বপ্ন ইতিহাস
আর প্রত্যাশা মরুময় বালুচর,
কল্পনার আকাশ অব্যক্ত বেদনার মেঘে ঢাকা,
তাইতো সুখ বৃষ্টি এখানে নামে না সচরাচর
আর ঝড়লেও তা কষ্টের অশ্র“জল।
এখানে আবেগ মূল্যহীন হতাশার বেসাতী
আর আমি …….
সেই অনাগত আগামীর লক্ষ্যহীন মঞ্জিলের আনাড়ী নাবিক,
হাজার বেয়ে চলেও পাইনা মিলনের কূল।
এখানে স্বপ্ন কল্পনার মেরুকরন
ভালবাসা আলেয়ার আলো, দূর দৃষ্টিতে মিথেন গ্যাসের অগ্নুপাত।
তাইতো আমার ভালবাসা মানে প্রতীক্ষার পাহাড়,
প্রত্যাশা মানে অন্যের করুনায় প্রফুল্ল্যিক দৃষ্টি
আশা মানে কারো করুনার স্পর্শ,
এখানে অধিকার নেই, নেই স্বপ্ন-বিশ্বাস
আশংকার গর্জিত ঢেউ পাড়ি দেয়াই বুঝি প্রেমের উপ্যাখ্যান।
আশা হতাশার দগ্ধিত দোলাচলে
তবুও বেঁচে থাকি এভাবে আর কতই বা বাঁচা
তাই ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষেই খুঁজবো বিশ্বাস,
এ ছাড়া এই চির বিরহীর কি-ইবা করার আছে …..

Advertisement
উৎসEsahaque Ali
পূর্ববর্তী নিবন্ধঅজ্ঞাত নারী হ.ত্যা.র দায়ে ২ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধহ্যাকারের ৫ বছরের জেল : ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে