নির্বাসিত কবি•বেনজির শিকদার এর কবিতা

0
246
Benojir Sikder

নির্বাসিত কবি
বেনজির শিকদার

সময়ের অনটনে হয়তো ক্ষয়ে গেছে
জীবনের অগণিত সাধ;
হয়তো পুড়ে গ্যাছে সুনীল স্বপ্নগুলো,
পুড়ে গ্যাছে ইচ্ছের ছোট্ট নদী;
হয়তো আসেনি এ পথে সেজে থাকা গোধূলির বারিবাহন।

ক্ষয়িষ্ণু বসন্ত, ঘুঘু ডাকা মায়ার দীঘি
সনাতনী অভিমানের এতটুকু হয়নিকো খোঁজ;
মেঘ থরথর, ভ্রষ্ট গোলাপ, পুনর্জন্ম নেই
বাজেনি ভেঁপু মায়াঞ্জনের, অষ্টপ্রহর অনাহারি অথৈ ক্রন্দন।

অদূরে ভবিষ্যৎ, হয়তো বিপরীত বাতাসে ফুটবে গোলাপ,
হরিতকি দিয়ে যাবে স্নেহের আঁচল
প্রিয়দিন আর প্রিয়রাত ছাপিয়ে হয়তো একদিন,
বলা না-বলায় জীবন্ত আত্মা হয়ে যাবে স্মৃতি!

কুহেলিকা মোহ নয়, হেমলক অজ্ঞতা ভুলে
বৈরী আগুনের চেতনায়, অম্ল-মধুর বিক্ষোভ,
দ্বন্দ্বহীন গন্ধ আর সু-প্রাচীন ঘ্রাণে;
স্নায়ুজুড়ে ছুটবে ভালোবাসার নম্র অধোবদন।

{}•নির্বাসিত কবি•{}
বেনজির শিকদার

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বিপুল ভোটে জয়ের আশা ফেরদৌসের
পরবর্তী নিবন্ধকরোনা টিকা নিলেন মন্ত্রী পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে