নীল সবুজে ভালোলাগা -কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
358
Shirin-Afroz

নীল সবুজে ভালোলাগা

কবি শিরিন আফরোজ

নীল জলে পা ভিজাবো বলে কতোবার…
গিয়েছি তোমার পানে!
তবুও ইচ্ছে করে বারবার যেতে
বারবার তোমাকে ছুঁয়ে দেখতে,
অনুভূতি বলে, সেটা আমার
ভালোলাগার মধ্যে একটা।
বালির উপর দাঁড়িয়ে উৎসুখ নয়ন দুটি
অপেক্ষা করতে করতেই
তুমি পা ভিজিয়ে দিয়ে যেতে
তোমার নিয়মে,
ভাবনা বলে,
বারাবারে সেই মূহূর্ত গুলি ছিল মুগ্ধতা।
সবুজ শ্যামল বাংলার সৌন্দর্যে
বারবার মোহিত হয় মনপ্রাণ,
তাইতো পাহাড় দেখার,
সবুজ দেখার নেশায়
ছুটে যেতাম সবুজের পানে,
অনুভূতি বলে,এ নেশা আমার আর
একটা ভালোলাগা।
পূর্ণিমা রাতের আলো
আমার ভীষণ ভীষণ লাগে ভালো,
তাইতো পূর্ণিমার আলোতে খোলা আকাশ
ইচ্ছে করে আমার দেখতে,
গল্প ,কবিতা নানান কথামালা
ভীড় করে মনে অজান্তে।
অনুভূতি বলে এটা তো আমার
অন্য আর একটা ভালোলাগা।
ছোট বড়ো ভালোলাগা
নীল সবুজের হাতছানি,
অনুভূতি বলে বারেবারে
তোমার ভালোলাগা মন্দ তো নয় আর!
তোমার ভালোলাগা তো আত্মার আহার ,
সুন্দরে ডুবতে চায় মন প্রশান্তির ছোঁয়ায়
সজীবতা খোঁজে বেড়ায় জীবন।

Advertisement
উৎসShirin Afroz
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি
পরবর্তী নিবন্ধদুঃস্থদের জন্য মেয়র কল্যাণ ট্রাস্টের এর উপহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে