পরিচয় কি -কবি রুনা রহমান‘এর কবিতা

0
166
Runa Rahman

পরিচয় কি

কবি রুনা রহমান

কি যে খেলা খেলছো তুমি
ভবের এই বাজারে
জরায়ু থেকে পালিয়ে গিয়ে
আগুন জ্বালাও ত্রিভুজ কবরে !
এক জনমে তুমি ছিলে প্রেমিক পুরুষ ,
তারপরের জনমে হলে সন্নাসী
এরপর তোমার জন্ম হলো
পুরুষ নামের শব্দের কুহক।
কি দেবে তুমি নারীকে ?
প্রেমের নামে কামনার বৃষ্টি তোমার তুষ্টি
সাময়িক যুদ্ধ ছটফটানি শব্দ
তারপর…
তুমি এক শুয়োপোকার মত
বিশ্বস্ততার সঙ্গে কার্ফু ঘোষণা করো
আহ ! কি সুখ তোমার রন্দ্রে রন্দ্রে !

কি যে খেলা খেলছো তুমি
ভবের এই বাজারে
জরায়ু থেকে পালিয়ে সাপলুডু
খেলো দেহমন মন্দিরে।
সাপের মত জড়িয়ে ছোবল দাও,
সিঁড়ি ধরে নামো অতলে ,
অসংখ্য ফেনায় অভিসারের বাঁক
বক্ষ তোমার পাথর পাষাণ ,
উপর নীচ সব সমান
কি দেবে প্রেমিকাকে ?
খরচের খাতায় সব ছেঁড়া নোট ,
ভাঙ্গা পেন্সিল, অক্ষরের ভোট !
জীবন্ত কয়লার শ্রমিক প্রেমিক ,
নিশিরাতে মৃত্যুর ডাক ,
উনুনে পোড়াও স্নায়ুকোষ !
আহ ! অসুখের বেচাকেনা আর পরবাস !

এক জনমে তুমি প্রেমিক ছিলে
সময়ের স্রোতে বহুমাত্রিক পরিবর্তনে
শব্দকোষে সন্তু;
পরিব্রাজক ভিসায় চালচুলোহীন ঘর-
নিঃসঙ্গের ধারাপাতে বিত্তহীন অনুপ্রাস!
আসলে তোমার এখন পরিচয় কি ?

১৬.০৮.২০২১

Advertisement
উৎসRuna Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোর কেন্দ্রিয় মন্দিরে আজ থেকে হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু
পরবর্তী নিবন্ধনাটোরে প্রায় দেড়কোটি টাকার হেরোইনসহ আটক একজন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে