পরিচয় -মলয় কর্মকার’এর কবিতা

0
163
Malay Karmakar

পরিচয়

মলয় কর্মকার

(লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে…)

কি ধরনের ব্যবহার বাহে!
নাম বলেন না জিজ্ঞেস করেন
ঠিকানা বলেন না যেতে বলেন…
আমি মুখ্যু সুখ্যু মানুষ
কি আর কবো-
যে বছর খুব খরা গেলো
ক্ষুধার জালায় মানুষ মানুষের
হাত-পা খেয়ে নিলো
তারপর সব হিজিবিজি হয়ে গেলো…
কার ঘরে কে বসত করে
কিছুই ঠাওর করতে পারি না
আপনারাই জানেন আর জানে অন্তর্যামী
আমি কে?

Advertisement
উৎসMalay Karmakar
পূর্ববর্তী নিবন্ধসেল্ফ রেস্পেক্ট (আত্মসম্মানবোধ)
পরবর্তী নিবন্ধকিশোরী নববধুর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে