পাগলা রাজা- কামাল খাঁ’র ছড়া

0
559
কামাল খাঁ

পাগলা রাজা- কামাল খাঁ

ইতিহাসের পাতায় দেখি পাগলা রাজা হাসে,
সান্ত্রী-সেপাই নিয়ে রাজা দীঘির ঘাটে আসে।
নৌকা নিয়ে রাজা মশাই জলের ওপর ভাসে,
গরমকালে মেজাজ চরম সবাই থাকে ত্রাসে।
আবার চড়েন হাতির পিঠে তাকান আশেপাশে,
গলির ভেতর রাজার হাতি – দৌঁড়ে উর্ধশ্বাসে!

পাগলা রাজা পাগলা হাতি হুদাই মাতামাতি,
প্রজার পায়ে জুতা ছিলো! সিপাই’র হাতাহাতি।
ফুল ছিঁড়েছে ভেঙ্গেছে ডাল মালির ছোটো নাতি,
সেই কারণে ডেকে এনে ভাঙলো বুকের ছাতি!
আবার দেখি, অট্টহাসি মাতায় দিবস-রাতি,
খটর-মটর ভাঙ্গে মটর নিজেই ঘুরান যাঁতি।

হাতির গলায় ঘন্টা বাজে রাজার কানে দুল,
দুলের সাথে ঝুলিয়ে রাখে রক্তজবা ফুল।
সামনে রাজার কেউ করে না সামান্যও ভুল,
ভুলের মাশুল সিপাই এসে টেনে তুলতো চুল।
কোমরে তার তরবারি জামায় জরির ঝুল,
পান থেকে চুন খসলে বাবা এক কোপে নির্মূল!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় শতাধিক দরিদ্র-প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে খাদ্য নিয়ে মেয়র
পরবর্তী নিবন্ধসিংড়ায় গভীর রাতে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য নিয়ে বাড়ি বাড়ি উপজেলা চেয়ারম্যান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে