পাতা হয়ে
কবি শাহিনা খাতুন
আর জনমে আমি পাতা ছিলাম
কখনো মাটির দিকে চেয়ে ছিলাম
কখনোবা আকাশ পানে
যে পাখিটা প্রতিদিন বার বার
বসতো আমার পাশে
আবার চলে যেতো প্রতিদিন
অন্য কোন প্রেমের খোঁজে
আমি তারে খুব ভালবাসতাম
সেও আমায় ভালবাসতো খুব
দিন শেষে ঘুমোতে এলে
আমি তারে আদর করে দিতাম।
কখনো চঞ্চল পাখি কখনো স্থির
কখনো আনন্দিত সে
কখনো মর্মযন্ত্রণায় অস্থির।
আমি তার মমতা মাখানো লীলা বিষাদের
অকুস্থল হয়ে বসেছিলাম।
যেদিন আমি মরে যাবো বলে ঠিক করলাম
সেদিন পাখি আর যায়নি কোথাও
শক্ত ঠোঁটের তীব্র শক্তি দিয়ে
আমায় বেঁধে রাখতে চেয়েছিল
বল মৃত্যুকে কে রুধতে পারে?
আমি তার চোখে জল দেখেছিলাম
সে আমায় ঠোঁটে করে নিয়ে গেল
কাবেরী নদীর ধারে
স্বচ্ছ জলে ভাসিয়ে দিয়ে
চুপ করে বসেছিল সারাদিন।
তারপর আর এক জনম
ভালবাসা ভেসে গেছে আর জনমে
কাবেরীর নীল জলে পাতা হয়ে।
Advertisement