পাতা হয়ে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
377
Shaheena-Ronju

পাতা হয়ে

কবি শাহিনা খাতুন

আর জনমে আমি পাতা ছিলাম
কখনো মাটির দিকে চেয়ে ছিলাম
কখনোবা আকাশ পানে
যে পাখিটা প্রতিদিন বার বার
বসতো আমার পাশে
আবার চলে যেতো প্রতিদিন
অন্য কোন প্রেমের খোঁজে
আমি তারে খুব ভালবাসতাম
সেও আমায় ভালবাসতো খুব
দিন শেষে ঘুমোতে এলে
আমি তারে আদর করে দিতাম।
কখনো চঞ্চল পাখি কখনো স্থির
কখনো আনন্দিত সে
কখনো মর্মযন্ত্রণায় অস্থির।
আমি তার মমতা মাখানো লীলা বিষাদের
অকুস্থল হয়ে বসেছিলাম।
যেদিন আমি মরে যাবো বলে ঠিক করলাম
সেদিন পাখি আর যায়নি কোথাও
শক্ত ঠোঁটের তীব্র শক্তি দিয়ে
আমায় বেঁধে রাখতে চেয়েছিল
বল মৃত্যুকে কে রুধতে পারে?
আমি তার চোখে জল দেখেছিলাম
সে আমায় ঠোঁটে করে নিয়ে গেল
কাবেরী নদীর ধারে
স্বচ্ছ জলে ভাসিয়ে দিয়ে
চুপ করে বসেছিল সারাদিন।
তারপর আর এক জনম
ভালবাসা ভেসে গেছে আর জনমে
কাবেরীর নীল জলে পাতা হয়ে।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আবারো ১ জন নতুন করে করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধনাটোরে ডাক্তার করোনা আক্রান্তের গুজব, লকডাউন হতে পারে সদর হাসপাতাল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে