পায়ে হেঁটে ঢাকার পথে শত শত মানুষ

0
544
Natore

এন ইসলাম, বড়াইগ্রাম, নাটোরকন্ঠ: খুলছে রাজধানী ও আশপাশের কয়েকটি পোশাক কারখানাসহ বেশ কিছু শিল্প-প্রতিষ্ঠান। ফলে কর্মস্থলে ফিরছেন ছুটি কাটাতে আশা শ্রমিক ও কর্মচারীরা । নাটোর,বগুড়, পাবনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটছে ঢাকা অভিমুখে । এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ। এতে শত শত মানুষকে পায়ে হেঁটেই কর্মস্থলে ফিরতে দেখা যাচ্ছে। গতকাল রবিবার ও আজ সোমবার নাটোর থেকে পায়ে হেঁটে, ট্রাকে করে, অটোরিক্সা করে ঢাকার পথে শত শত শ্রমিকের দেখা মিলছে। পাবনা,ঈশ্বরদী,কুষ্টিয়া,রাজশাহী ও নাটোরের বিভিন্ন জায়গা থেকে বনপাড়া বাইপাস মহাসড়কে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের অনেকেই স্থানীয় যানবাহনে করে ঢাকার দিকে আসার চেষ্টা করেন। এছাড়া যানবাহন খুঁজে না পেয়ে হেঁটেই বহু মানুষ রওনা হয়েছেন। গতকাল থেকে বনপাড়া বাইপাস এলাকা থেকে বহু শ্রমিক ও শ্রমজীবী মানুষকে ঢাকার দিকে হেঁটে যেতে দেখা যায়, যা আজও অব্যাহত রয়েছে। অনেক কারখানা উৎপাদন শুরুর প্রস্তুতি নিয়েছে। ফলে কর্মীদের কাজে যোগদান করার তাড়া রয়েছে। এ কারণে গণপরিবহনের অপেক্ষা না করেই ঢাকার পথে পায়ে হেঁটে রওনা দিয়েছেন অনেকেই। গণপরিবহন না থাকায় অটোরিকশা সিএনজি কিংবা ট্রাকে করে যেতেও যাত্রীদেরকে গুনতে হচ্ছে অনেক ভাড়া।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলা করোনা মুক্ত থাকায় খুশি প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসংগ্রাম করে বাঁচার নামই জীবন -কাজী বদর উদ্দীনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে