পুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

0
179

নাটোর কন্ঠ : নামে চাকলের বিল হলেও ধান, পাট, রসুনসহ হরেক রকমের ফসল ফলে সেখানে। এ ফসলকে ঘিরেই নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নের ৪-৫টি গ্রামের মানুষের আর্থিক চাকা সচল থাকে।

সেই বিলটিতে এবার পুকুর খননের উদ্যোগ নিয়েছে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। শনিবার দুপুরে ওই পুকুর খনন বন্ধে ও কৃষি জমিগুলো রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন এলাকার কৃষকরা।

মনববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আবু বক্কর, কাঞ্চন বিবি, আইয়ুব আলী, সিদ্দিক আলী, আলাউদ্দিন, গফুর মিয়া, জিন্নাহ আলী, আরিফুল ইসলাম ও হাফেজ উদ্দিন। তারা অভিযোগ করে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে চাকলবিলের প্রায় ৬ বিঘা জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছেন মাহবুবুর রহমান।

এই পুকুর খনন হলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। তখন আর ফসল ফলানো যাবে না। এলাকার কৃষকরা ক্ষতির মুখে পড়বে। কৃষিজমি ও কৃষকদের ক্ষতির প্রতিবাদেই কৃষকরা মানববন্ধন কর্মসুচী করতে বাধ্য হয়েছেন। কারণ চাকলবিলে প্রায় ৪ হাজার হেক্টর কৃষি জমি রয়েছে।

অভিযুক্ত মাহাবুবুর রহমান দাবি করেন, তার জমির সাথেই একটি পুকুর রয়েছে। এ কারণে তার ৬ বিঘা জমিতে ঠিকমত ফসল হয়না। বাধ্য হয়ে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, গুরুদাসপুর উপজেলা জুড়ে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে সক্রিয় রয়েছেন প্রশাসন। এবং ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় অভিনব কায়দায় বন্য পাখি উদ্ধার : বিক্রেতা আটক
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে