“পৃথিবীর স্বর্গ মা” কবি আজিজা রুপা‘র কবিতা

0
746
www.natorekantho.com

“পৃথিবীর স্বর্গ মা”

কবি আজিজা রুপা

পৃথিবীর স্বর্গ
যেথা আছে সুখ, শান্তি যত্ন
আর আছে ভালোবাসা অবিরত
সে হল “মা” ছোট্ট একটি শব্দ
পৃথিবীর ঝড় ঝঞ্ঝা যত
নিমিষেই যাবে উড়ে
যখন যাবে মায়ের বুকে
মায়ের পরশেই অতি
স্বস্তি খুঁজে পাবে তুমি।
মা থেকে অভূক্ত
তোমাকেই করে ভূক্ত।
তোমাকে গড়তে মায়ের ক্লান্তি,
ছিলনা কখনো কোন কিছুতে।
ছিলাম যখন মায়ের কোলে,
রুঢ় পৃথিবীর আঁচড় লাগতে,
দেয়নি মা কোন অবস্থাতে।
পৃথিবীর সব যত ভালো,
শিখিয়েছেন মা পরম আলোয়।
সয়েছেন যত কষ্ট যন্ত্রণা,
আগলে রেখেছেন তবু করননি অবমাননা।
খেলতে গিয়ে যখন তুমি গিয়েছিলে পড়ে,
তুমি করার আগে মা উহঃ করেছিল আগে।
পৃথিবীর সব ভালোবাসায়,
সব সম্পর্কে স্বার্থ জড়িয়ে আছে,
একমাত্র মা ভালোবেসে যান নিঃস্বার্থ নিরলসভাবে।
তবুও আমরা একটু আধটুতে,
মাকে করে যাই অবহেলা কতজন কতভাবে।
তবুও মা কষ্ট নিয়ে তুলেননা দুই হাত সৃষ্টি কর্তার কাছে
সন্তানের অমঙ্গল যদি হয়ে যায় আাবার পাছে।
মঙ্গল কামনায় ঐ হাত দু’টো
শুধু উঠে মহান সৃষ্টিকর্তার কাছে।
করনা কখনো মাকে অবহেলা
স্বর্গ খুঁজে পাবে পৃথিবীর এবেলায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“খুঁজে পেয়েছো কী?” কবি শাহিনা রঞ্জু‘র কবিতা
পরবর্তী নিবন্ধআসুন শীতার্তদের পাশে দাঁড়াই – আবু জাফর সিদ্দিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে