পোট্রের্ট কথা বলে না – রফিকুল কাদির এর কবিতা

0
214
রফিক-এনকে

পোট্রের্ট কথা বলে না

রফিকুল কাদির

বৈঠকি ঢঙেই চলো না হয়ে যাক এক চাল দাবা
ঘুটিগুলো বসে যাক স্ব স্ব স্থানে
যেভাবে সজ্জিত সৈন্য, অফিস, বসের চেয়ার,
পিয়নের টুল বা টি-বয়ের যেমন থাকে
যেভাবে চুল, গলায় লেপ্টে থাকা টাই…

কী ক্রম!
কী পারিপাট্য!
আহা! কী বিন্যাস!
দৃষ্টিনন্দন!!!

কিন্তু মনোরম না
যাকে অনেকে ‘প্লিজেন্ট’ বলে
(সে লোক খুঁজে পাওয়াও দায়)

হায়! এখানে সবাই নিখুঁত বোঝে, সমতা বোঝে, জ্যামিতি বোঝে
সুন্দর বোঝে না
চেয়ার টুলের পার্থক্য জানে
মানুষ চেনে না।

চলো এবার দাবা খেলি
আমিই চাল দেব
ঘুটিও আমি

রফিকুল কাদির

০৭-০১-২০২১

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিমঙ্গল – এম আসলাম লিটন এর কবিতা
পরবর্তী নিবন্ধলালপুরে আব্দুল আজিজ শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে