ছড়া : প্রচার বেঁচি
ছড়াকার : ভাস্কর বাগচী
প্রচার বেঁচি ভাই-
প্রচার, প্রচার!
প্রচারে তে আছে যে,
ব্যপক প্রসার!
ছোট প্রচার- বড় প্রচার!
প্রচার মাঝারি,
টাকার মানেতে হয়
প্রচার বাহারি!
প্রচার আর বিজ্ঞাপনে
এখন সবই টিকে,
এ ব্যবসায়
তোমার ইনভেস্ট ;
হবে নাকো মিছে।
রাজ প্রচার -পণ্য প্রচার
প্রচার ধর্মীয়!
প্রচারের এ শপিং
মলে
আমরাই অনন্য।
আমাদেরও প্রচার আছে
ইঁদুর দৌড়াদড়ির!
একটু কেউ লাই দিলেই ভাই!
হাঁপ ছেড়ে মুই বাঁচি!
আসল নকল কি আসে যায়,
প্রচার টাই তো আসল!
হোক সে রাম ছাগল ;
কিংবা বদ্ধ পাগল।
উল্লুকেরা তুলবে সবাই;
সমালোচনার ঝর!
তাই বলে কি থামিয়ে দেব!
আমাদের কলরব।
২৩/০৮/২০২০
Advertisement