প্রতীক্ষার কূলে – সৈয়দ আনোয়ার সাদাৎ এর কবিতা

0
244
biplob

প্রতীক্ষার কূলে
সৈয়দ আনোয়ার সাদাৎ
—————————————-
তুমি চোখের আড়াল হলে দুরু দুরু কাঁপে বুক,
কী হতে কী হয় ভেবে সারাদিন কেটে যায়।
যদি না পাই তোমার গন্তব্যের খবর,অস্থির চিত্ত
ব্যকুল অভিমানে খেই হারিয়ে ফেলে,
স্বস্তির নিঃশ্বাস ফেলা হয় ভীষণ দায়!
বোবা কান্নার ঢেউ আছড়ে পড়তেই তোমার–
বার্তা এসে সব দোলা চালা ভাঙিয়ে খুশির
জোয়ারে ভাসিয়ে নিতো।
আজ প্রতীক্ষার কূলে শ্রাবণের মৃদু মন্দ বাতাস শরীর ছুঁয়ে যায়, কিন্তু তোমার
হৃদয় ছোঁয়া কথালিপি আসে না আর।
অবহেলিত ডাক বাক্সের মত চেয়ে থাকি,
ভালোবাসার নীল খামে না হোক,ডিজিটাল
sms যদি একটু আস্বস্ত করে বলতো
আমি ভালো আছি,ভেবো না,
প্রতীক্ষার কূল ছেড়ে ঘুমের বাসরে নিশ্চিন্তে চলে যেতাম। আজ মনে দ্বিধা কেন জাগে,
কেন হারাবার উৎকণ্ঠা বার বার ভূগায়,
ভালোবাসার মোহনায় এ কোন রাসেল ভাইপার এসে স্বপ্ন ভেঙে দিতে চাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধউপন্যাসের পথে’র বর্ধিত সংস্করণ- স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধজৈবনিক – কবি রহমান হেনরী এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে