প্রভূর প্রতিশোধ -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
453
Prodip Sarker

প্রভূর প্রতিশোধ

কবি প্রদীপ সরকার

যুগে যুগে সভ্যতা বিলুপ্ত,
মানব হয়েছে অবলুপ্ত।
করোনায় মানুষের অবসান,
রোগী বাড়ে শুধু দিনমান।
আমরা থাকবোনা হয়তো,
প্রভূ প্রতিশোধ নিচ্ছে নাতো!
দুয়ারেই আছে প্রস্তুত খাটিয়া,
শব হলেই দিবে মাটি টানিয়া।
কাঁদ কেন তুমি হারিয়ে স্বজন
দুনিয়াটা তোমার একারই আপন?
যত অপকর্ম করলে সকলে,
একাই সব নিলে নিজ দখলে
আমরা ভুখা নাঙ্গা পাইনা খেতে,
সর্বস্ব নিতে থাক ওঁৎ পেতে।
লোভে পাপ পাপে মৃত্যুতো হবেই,
এমনি করেই বিধাতা শোধ নিবেই।
সৎপথে সৎ থাকো অন্যায় করোনা,
অসৎ পথের কামাই কেউ খাইওনা।
বিপথে না থেকে সবাই আনো সুদিন,
পাপীদের দিলেন প্রভূ কভিড নাইন্টিন।

প্র. স. ২৩০৭২০২০

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে মোটরসাইকেল থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরে আজ স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে