প্রার্থনাগীত -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
493
শ্রী. বড়ুয়া বনশ্রী

প্রার্থনাগীত

কবি বনশ্রী বড়ুয়া

মানুষ হলো সৃষ্টির সেরা!
বানিয়েছো তুমি আল্লাহ;
ডরে কাঁপে হৃদয়;
যায় যায় প্রাণ, প্রভু–
থামাও এই হল্লা!

জ্ঞানভাণ্ডার দিয়েছো ঢেলে,
তুমি করেছো সমৃদ্ধ;
প্রস্তরখন্ডের মতো ভারী নিঃশ্বাস; প্রভু–
করেছো ঘরে আবদ্ধ!

চার দেয়ালের ছোট্ট ঘর!
জন্মেই মৃত্যু নির্দিষ্ট;
লক ডাউন!হোম টাউন!
যেন গোর; প্রভু–
ফিরিয়ে নাও উচ্ছিষ্ট!

আলোতে ভাসুক পৃথ্বী ফের;
তুমি মহা কারিগর;
জাগুক প্রাণ!
সকলি তোমারি দান; প্রভু–
দেখাও নতুন ভোর!

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধএ কেমন সময় -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করলেন সাংবাদিক জাহিদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে