ফসিলের স্বপ্ন -কবি গোলাম কবির‘এর কবিতা

0
305
Golam Kabir

ফসিলের স্বপ্ন

কবি গোলাম কবির

এভাবে কী দেখো অনিমেষ!
হ্যাঁ, হ্যাঁ, এই আমি, আমার ফসিল!
সেই কবে থেকেই দাঁড়িয়ে আছি
অবিচল যেনো বাদশা সোলায়মান!
মৃত অথচ তোমরাই বোঝ না শুধু!
মৃত নদী কী আবার কখনো ফিরে
পায় যৌবনের দিনগুলো?
তবুও তো সে দীর্ঘশ্বাস ফেলে
সেই সুবর্ণ অতীতের দিন মনে করে,
ক্ষীণ আশা পুষে রাখে হৃদয়ের গভীরে,
আবার যদি কোনো একদিন
ফিরে আসে সেই তীব্র স্রোত,
উত্তাল ঢেউ আর ভেঙে চুরে
লোকালয় ছুটে চলা সাগর পানে!
আমিও তেমনি স্বপ্ন দেখি
ফিরে আসার কোনো একদিন এই
পৃথিবীর বুকে অমল ধবল পূর্ণিমা
রাতের মতো স্নিগ্ধতা ছড়াতে,
আমিই সেই হারিয়ে যাওয়া
মানবতা ও বিবেক !

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধবাউল পথ -দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে ডাক্তারদের স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী উপহার ঢাকা ডিআইজির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে